কাবা শরিফের ইমাম দাগনভূঞায়

কাবা শরিফের ইমাম দাগনভূঞায়

শুক্রবার লক্ষাধিক মুসল্লীদের উপস্থিতিতে জুমার নামাজের ইমামতি করেছেন। ‘পবিত্র কাবা শরীফের ইমাম জুমার নামাজ পড়াবেন’ -এ খবরে দাগনভূঞার পাশে সেনবাগ কোম্পানিগঞ্জ, লাঙ্গলকোট এবং ফেনী সদর উপজেলার হাজার হাজার মানুষ এসেছেন কাবা শরীফের ইমামের পিছনে জুমার নামাজ আদায় করতে।

১৭ জানুয়ারি ২০২৫